Wellcome to National Portal
Main Comtent Skiped

Our Achievement
সাফল্য গাঁথা:-
 

০১। মতিউর রহমান, অনার্স তৃতীয় বর্ষ , নীলফামারী সরকারী মহাবিদ্যালয়। শহর সমাজ সেবা কার্যার্লয়, নীলফামারী হ’তে ১৩তম ব্যাচে ২০১১ সালে ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষন হতে প্রশিক্ষন গ্রহন করে। বর্তমানে তিনি জেলা শহরে করতোয়া ক্যুরিয়ার এন্ড পার্শেল সার্ভিস প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসাবে খন্ডকালীণ চাকুরীতে নিয়োজিত আছেন।

 

            তার পড়াশুনার খরচ নির্বাহ করার জন্য তথা অভিভাবককে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য জেলা শহরে ছাত্রদের উপযোগী একটি সম্মানজনক খন্ডকালীন চাকুরীর সন্ধান করে আসছিলেন যা তার জন্য খুবই জরম্নরী ছিল। তার পরিকল্পনা অনুযায়ী সে শহর সমাজ সেবা কার্যালয় হতে ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষন গ্রহন করে পরবর্তীতে জেলা শহরে করতোয়া ক্যুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানে সাফল্যের সহিত কম্পিউটার অপারেটর হিসাবে খন্ডকালীণ চাকুরীতে নিয়োজিত আছেন। কম্পিউটার প্রশিক্ষন গ্রহন করে এই রকম একটি খন্ডকালীন চাকুরী সংস্থান করা তার জন্য সহজ হয়েছে।

 

            ০২। জাহাঙ্গীর আলম, অনার্স ফাইনাল, নীলফামারী সরকারী মহাবিদ্যালয়। শহর সমাজ সেবা কার্যার্লয়, নীলফামারী হ’তে ১১তম ব্যাচে ২০১০ সালে ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষন হতে প্রশিক্ষন গ্রহন করে। বর্তমানে সে জেলা শহরের পৌরমার্কেট এলাকায় কম্পিউটার কম্পোজ, ইন্টারনেট ও ডিজিটাল ষ্টুডিও সংক্রান্ত একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে আত্মকর্মসংস্থানমুলক কর্মকান্ডে নিয়োজিত আছেন।

            অনার্স পরীক্ষা শেষ করে চাকুরীর চেষ্টা চালালেও চাকুরীর আশায় বসে না থেকে সময় কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে খুব সহজেই কম্পিউটার কম্পোজ, ইন্টারনেট ও ডিজিটাল ষ্টুডিও সংক্রান্ত একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান চালু করে আত্মকর্মসংস্থনে সক্ষম হয়েছেন। তিনি আশা করেন এই ব্যবসার সাথে তিনি চাকুরীর চেষ্টা চালিয়ে যাবেন। সর্ব শেষে কোন ধরনের চাকুরীর সংস্থান করতে না পারলে এই ব্যবসা শেষ ভরসা হিসাবে চালিয়ে যাবেন।